শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

শাহরুখের চেয়েও ব্যস্ত তিনি

প্রকাশিত: ০৮:২৭, ১৮ এপ্রিল ২০২৫ | ১০

গত কয়েক বছরে নিজের কাজের চেয়ে কথার জন্যই বেশি আলোচিত হয়েছেন অনুরাগ কশ্যপ। একবার বাংলা সিনেমার কড়া সমালোচনা করে ব্যাপক রোষের মুখে পড়েন। সাম্প্রতিক সময়ে সোচ্চার হিন্দি সিনেমার দুরবস্থা নিয়ে। এমনকি কিছুদিন আগে জানান, হিন্দি সিনেমা নিয়ে ত্যক্তবিরক্ত হয়ে মুম্বাই ছেড়েছেন। এবার তিনি মন্তব্য করছেন শাহরুখ খানকে নিয়ে।

কয়েক দিন ধরেই ভারতীয় সার্টিফিকেশন বোর্ডের কড়া সমালোচনা করছেন অনুরাগ। ‘ফুলে’ সিনেমার ছাড়পত্র না পাওয়ার পরেই এই বিতর্কের শুরু। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন, ‘অন্যের সিনেমা মুক্তি নিয়ে এত সোচ্চার, অনুরাগের নিজের সিনেমার খবর কী?’

এর জবাব নিয়ে এক্স হ্যান্ডলে অনুরাগ লিখেছেন, ‘আমাকে ব্যস্ত থাকতেই হবে। যদিও আমি সেই পরিমাণ টাকা উপার্জন করি না। ২০২৮ সাল পর্যন্ত আমার কাছে ডেট নেই৷ আমার পরিচালিত পাঁচটা প্রজেক্ট রয়েছে, যা হয়তো এই বছরেই মুক্তি পাবে।

অথবা তিনটা প্রজেক্ট এই বছর আসবে বাকি দুটো আগামী বছর, তাই দয়া করে নিজের চড়কায় তেল দিন। যারা ভেবেছিল আমি বিরক্ত হয়ে মুম্বাই ছেড়ে কাজ পাচ্ছি না, তাদের উদ্দেশে বলি, আমি শাহরুখ খানের চেয়েও ব্যস্ত।’

গত মাসেই অনুরাগ জানিয়েছিলেন, তিনি মুম্বাই ছেড়ে বেঙ্গালুরুতে থাকেন। তিনি মুম্বাই ছাড়ার প্রসঙ্গে জানিয়েছিলেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি টক্সিক হয়ে গিয়েছে। এখনকার পরিচালকেরা শুধু বক্স অফিস নম্বরের পেছনে দৌড়াচ্ছেন, সৃজনশীল কাজের পরিবেশ নেই।

Mahfuzur Rahman

Publisher & Editor