লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিশ্চয়ই একই ম্যাচে খেলতে দেখেছেন। খেলতে দেখেছেন ওয়েইন রুনি–রিকেলমেদেরও। কিন্তু একই ম্যাচে মেসি, রোনালদো, রিকেলমে, রুনি—এদের সবাইকে একসঙ্গে নিশ্চয়ই দেখেননি। কখনো না দেখা সেই দৃশ্যই দেখা যেতে পারে কার্লোস তেভেজের সৌজন্যে।
আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড পেশাদার ফুটবল ছেড়েছেন ২০২২ সালে। তিন বছর পার করে এখন একটি বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা জেগেছে তাঁর। আর সেই বিদায়ী ম্যাচেই তাঁর সঙ্গে খেলা তারকা ফুটবলারদের একত্রিত করতে চান তেভেজ।
ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাসের মতো ক্লাবে খেলা তেভেজ অবসর নিয়েছেন বোকা জুনিয়র্সে খেলে। আর্জেন্টাইন ক্লাবটির ঘরের মাঠ লা বোমবোনেরা স্টেডিয়ামে তিনি একটি ফেয়ারওয়েল ম্যাচ খেলতে চান। স্ট্রিমিং প্ল্যাটফর্ম ওলগায় দেওয়া এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, ‘আমি বিদায়ী ম্যাচের আয়োজন করব। এখন খুঁজে দেখতে হবে কখন করা যায়। কারণ, সময় বের করা সহজ নয়।’
তেভেজ খেলা ছাড়ার পর রোসারিও সেন্ট্রাল ও ইন্ডিপেন্ডিয়েন্তে কোচিং করিয়েছেন। তবে এ মুহূর্তে কোনো ক্লাবের সঙ্গে নেই। তবে সময় বের করা মুশকিল যাঁদের তিনি সঙ্গে চান তাঁদের কারণে। মেসি ও রোনালদো দুজনকেই নিজের বিদায়ী ম্যাচে চান তেভেজ, ‘লিও মেসি, ক্রিস্টিয়ানো...ওদের নিয়ে আসব। আমি ওদের সঙ্গে নিজেই যোগাযোগ করব। আমার হোয়াটসঅ্যাপে ওদের নাম্বার সেভ করা আছে।’
মেসির সঙ্গে তেভেজ খেলেছেন আর্জেন্টিনা জাতীয় দলে। আর রোনালদোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডে। দুই মৌসুম ইউনাইটেডে থাকার সময় দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ ও একটি ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছিলেন তেভেজ।
একই দলে থাকা ওয়েইন রুনিসহ অন্যদের এবং জুভেন্টাসের (২০১৩–১৫) সতীর্থদেরও বিদায়ী ম্যাচে পাশে চান তেভেজ, ‘(এডউইন) ফন ডার সার এক দিকে খেলবে, আরেক দিকে খেলবে (জিয়ানলুইজি) বুফন। সেন্টারব্যাকে রিও ফার্ডিনান্ড, (নেমাঞ্জা) ভিদিচ, (জর্জিও) চিয়েল্লিনি, (লিওনার্দো) বোনুচ্চিরা থাকতে পারে। আমার ভাইও থাকবে। মাঝ মাঠে (আন্দ্রে) পিরলো, পল স্কোলস, রোমান (রিকেলমে) থাকবে নিশ্চিতভাবে। (ওয়েইন) রুনিও।’
ম্যানচেস্টার ইউনাইটেডে একসঙ্গে খেলেছেন কার্লোস তেভেজ–ক্রিস্টিয়ানো রোনালদো।ইএসপিএনের ইনস্টাগ্রাম পোস্ট থেকে
তেভেজ যাঁদের নাম নিয়েছেন, তাঁদের মধ্যে বেশির ভাগ এখন খেলার বাইরে থাকলেও দুই বড় তারকার সময় পাওয়া নিয়েই বেশি জটিলতা তৈরি হওয়ার কথা। মেসি এখন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি নিয়ে ব্যস্ত, রোনালদো ব্যস্ত সৌদি আরবের আল নাসরে।
১৩টি ব্যালন ডি’অর জেতা এই দুই ফুটবলার সর্বশেষ একই ম্যাচে খেলেছেন ২০২৩ সালে পিএসজি–সৌদি অল স্টার ম্যাচে। যদিও সেটি প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল না। মেসি–রোনালদো এখন পর্যন্ত অফিশিয়াল ম্যাচে মুখোমুখি হয়েছেন ৩৬ বার। আরেকটি প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। আপাতত তেভেজের সৌজন্যে প্রদর্শনী ম্যাচেও যদি দুই মহাতারকার দেখা হয়!
Publisher & Editor