ইউক্রেনে হামলা চালিয়ে দখলে নেওয়া ভূখণ্ডের চারটি অঞ্চলে বিতর্কিত গণভোট সম্পন্ন করেছে রাশিয়া। ওইসব অঞ্চলে রাশিয়ার নিয়োগ দেওয়া কর্মকর্তারা দাবি করেছেন, গণভোটে রাশিয়ার অংশ হওয়ার পক্ষে রায় দিয়েছে সংখ্যাগরিষ্ঠ মানুষ।
আলজাজিরা জানিয়েছে, বিতর্কিত ভোটকে অবৈধ ও জবরদস্তিমূলক আখ্যা দিয়েছে ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা।
দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খারসনে তাড়াহুড়ো করে গণভোটের আয়োজন করে রাশিয়া।
চারটি এলাকা সম্মিলিতভাবে ইউক্রেনের ১৫ শতাংশ ভূখণ্ড। এসব এলাকার প্রায় ৪০ লাখ মানুষ বিতর্কিত গণভোটে অংশগ্রহণের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছিলেন।
ভোটে নির্বাচনী কর্মকর্তারা সেনাসদস্যদের পাহারায় মানুষের বাড়িতে বাড়িতে ব্যালট বাক্স নিয়ে গেছে। শুধু গতকাল মঙ্গলবার ভোটকেন্দ্র খোলা হয়। আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় গণভোটের এই প্রক্রিয়া কোনো স্বতন্ত্র গোষ্ঠী পর্যবেক্ষণ করেনি।
রুশপন্থী কর্মকর্তারা জানিয়েছেন, গণভোট সম্পন্ন হওয়া চারটি অঞ্চলের সবগুলোতেই সবকটি ব্যালট গণনা সম্পন্ন হয়েছে।
লুহানস্কের রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানকার ৯৮ দশমিক ৪ শতাংশ মানুষ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছে।
জাপোরিঝিয়ায় মস্কোর নিযুক্ত একজন কর্মকর্তা জানিয়েছেন, সেখানে এই হার ৯৩ দশমিক ১ শতাংশ। খারসনের ভোটিং কমিটির প্রধান জানিয়েছেন, সেখানকার ৮৭ শতাংশেরও বেশি মানুষ রাশিয়ার অংশ হওয়ার পক্ষে রায় দিয়েছে।
স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, অঞ্চলটির ৯৯ দশমিক ২ শতাংশ মানুষ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন।
সূত্র: আলজাজিরা।
Publisher & Editor