কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সাহেবের বাজার এলাকায় অবস্থিত রানি ময়নামতির প্রাসাদ। এটি লালমাই-ময়নামতি পাহাড়ের সর্বউত্তরের একটি বিচ্ছিন্ন পাহাড়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এক প্রত্নতাত্ত্বিক স্থাপনা। স্থানীয়ভাবে এটি রানি ময়নামতি প্রাসাদ নামেই পরিচিত। দশম শতাব্দীতে চন্দ্র বংশীয় রাজা মানিকচন্দ্র, তাঁর স্ত্রী ময়নামতির জন্য প্রাসাদটি নির্মাণ করেন।
১৯৮৮ সালে শুরু হওয়া খননকাজে এখানে প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন মূল্যবান প্রত্নসম্পদ আবিষ্কৃত হয়। এর মধ্যে রয়েছে—হাতিয়ার, জীবাশ্ম কাঠ, কালি রাখার দোয়াত, পোড়ামাটির ফলক ও অলংকৃত ইট। প্রায় ১০ একর আয়তনের এই প্রত্নস্থলটি লালমাই-ময়নামতি এলাকার অন্যান্য পুরাকীর্তির তুলনায় ভিন্নধর্মী। এখানে খনন করে ৫১০ ফুট দৈর্ঘ্য ও ৫০০ ফুট প্রস্থের একটি বেষ্টনী প্রাচীর, বৌদ্ধ ধর্মীয় ক্রুশাকার মন্দির ও চারটি ভিন্ন নির্মাণ যুগের স্থাপত্য নিদর্শন পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের মতে, এই প্রাসাদটি ৮ম থেকে ১২শ শতাব্দীর কোনো সময় নির্মিত হয়েছিল। লোকমুখে শোনা যায়, প্রথমে এখানে একটি বড় ক্রুশাকার মন্দির ছিল। পরে এটি সংস্কার করে ছোট আকারে পুনর্নির্মাণ করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের লোকনাথ পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর ৭ বৈশাখ থেকে মাসব্যাপী একটি বড় বৈশাখী মেলা এখানে অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক এ স্থানটি দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে বহু পর্যটক ও দর্শনার্থী এখানে আসেন।
যেভাবে যাবেন
রানি ময়নামতির প্রাসাদে যেতে হলে প্রথমে আপনাকে কুমিল্লা আসতে হবে। ঢাকা থেকে ট্রেনে বা বাসে কুমিল্লা যেতে পারবেন। কমলাপুর রেলওয়ে স্টেশন হতে চট্টগ্রামগামী ট্রেনে কুমিল্লা যাওয়া যায়। এক্ষেত্রে শ্রেণিভেদে জনপ্রতি ভাড়া হতে পারে ২৮৫-১১৮০ টাকা।
রাজধানীর সায়েদাবাদ বা কমলাপুর বাস স্ট্যান্ড থেকে রয়্যাল কোচ, এশিয়া এয়ারকন, এশিয়া লাইন বা তৃষার মতো এসি বা নন এসি বাসগুলো কুমিল্লা নিয়মিত যাতায়াত করে। বাসে জনপ্রতি ভাড়া হতে পারে ২০০ থেকে ৩৫০ টাকা। এ ছাড়া চট্টগ্রাম বা ফেনীগামী বাসে কুমিল্লা যাওয়া যায়। বাসে করে কুমিল্লা গেলে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড বা কুমিল্লা ক্যান্টনমেন্ট গেট নামবেন। এরপরে অটোরিকশা দিয়ে ময়নামতি সাহেব বাজার এলাকার কাছে অবস্থিত রানি ময়নামতির প্রাসাদে যেতে পারবেন। ট্রেনে করে কুমিল্লা আসলে কুমিল্লা শহর থেকে আপনাকে প্রথমে কোটবাড়ি বিশ্বরোড বা ক্যান্টনমেন্টে আসতে হবে। কুমিল্লা শহর থেকে এখানে আসার জন্য অটোরিকশা বা সিএনজি পাবেন। এ ছাড়া ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে রিকশায় মাত্র ১৫ টাকা ভাড়ায় সরাসরি পৌঁছানো যায় রানী ময়নামতির প্রাসাদে।
সূত্র : মাই ট্যুর বিডি
Publisher & Editor