কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। তবে দলটার শিরোপা জেতার আশা এখনও শেষ হয়ে যায়নি। লা লিগা জেতার একটা সম্ভাবনা এখনও আছে তাদের। তবে সে সম্ভাবনাতেও বড় একটা ধাক্কা লাগল এবার। কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের করা কাণ্ডই তাদেরকে এ সমস্যায় ফেলতে যাচ্ছে।
রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার আন্তোনিও রুডিগার মূলত সবচেয়ে বড় বিপদে পড়তে চলেছেন। ম্যাচের শেষ মুহূর্তে রেফারি রিকার্দো দে বুরগোস বেনগোচেয়ার দিকে বরফ ছুড়ে মারায় তাকে লাল কার্ড দেখানো হয়েছে। এখন তাকে বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
ম্যাচের অতিরিক্ত সময়ে জুলস কুন্দের গোলে ৩-২ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। এরপর মাদ্রিদ বেঞ্চে উত্তেজনা চরমে পৌঁছে। লুকাস ভাসকেজ ও ভিনিসিয়ুস জুনিয়র মাঠে ঢুকে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করেন। পরে রুডিগার বেঞ্চ থেকে বরফের টুকরা ছুড়ে মারেন রেফারির দিকে।
রেফারি দ্রুতই বেঞ্চের কাছে এসে ভাসকেজ ও রুডিগারকে সরাসরি লাল কার্ড দেখান। রুডিগার এরপর রেফারির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে মাদ্রিদের কোচিং স্টাফ ও খেলোয়াড়রা তাকে থামান। পরে গোলকিপিং কোচ লুইস লোপিস এবং গোলরক্ষক আন্দ্রিই লুনিন মিলে রুডিগারকে মাঠ ছাড়তে রাজি করান।
রেফারি তার অফিসিয়াল রিপোর্টে উল্লেখ করেছেন, রুডিগার ‘একটি বস্তু ছুড়ে মারেন, যা আমাকে লক্ষ্যভ্রষ্ট করে’। রিপোর্টে আরও বলা হয়েছে, ম্যাচ শেষ হওয়ার পর জুড বেলিংহামকেও আগ্রাসী আচরণের জন্য লাল কার্ড দেখানো হয়।
সরাসরি লাল কার্ড দেখার ফলে সবাই আগামী দুই ম্যাচ অন্তত নিষিদ্ধ থাকছেন। তবে রুডিগার ও ভাসকেজের নিষেধাজ্ঞাটা আরও বড় হওয়ার শঙ্কা আছে। রেফারির দিকে তেড়ে যাওয়া ও বাজে ব্যবহারের কারণে দুইয়ের অধিক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ভাসকেজ। এদিকে রুডিগার রীতিমতো হাতে থাকা বস্তু ছুঁড়েই মেরেছেন রেফারির দিকে, যার ফলে তার নিষেধাজ্ঞাটা ৪ থেকে ১২ ম্যাচের হতে পারে, জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম। এমনকি তাকে ম্যাচ হিসেবে নয়, মাস হিসেবেও নিষিদ্ধ করতে পারে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
নিষেধাজ্ঞাটা কোপা দেল রের ম্যাচে হওয়ার কারণে লা লিগাতেও পড়বে এর প্রভাব। ঘরোয়া ফুটবলে হওয়া নিষেধাজ্ঞা স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সব প্রতিযোগিতার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। যার ফলে এই খেলোয়াড়রা নিষিদ্ধ থাকবেন লা লিগাতেও। বেলিংহাম ও রুডিগার দুইজনই রিয়াল মাদ্রিদের প্রথম একাদশের খেলোয়াড়। দুজনকে না পাওয়ার মাসুলটা তাই ভালোভাবেই দিতে হতে পারে রিয়ালকে।
Publisher & Editor