শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

জানা গেল রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণ

প্রকাশিত: ০৫:১২, ৩০ সেপ্টেম্বর ২০২২ | ৩৭৮

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তবে সে সময় মৃত্যুর সঠিক কোনো কারণ না জানিয়ে গণমাধ্যমকে শুধু বলা বলেছিল, শান্তিপূর্ণ ভাবেই মারা গেছেন রানি। আজ বৃহস্পতিবার প্রকাশিত মৃত্যুর রেজিস্টারে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণকে 'বার্ধক্য' হিসাবে বর্ণনা করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

স্কটল্যান্ডের রেজিস্ট্রার জেনারেল পল লো নিশ্চিত করেছেন, রানির মৃত্যু ১৬ সেপ্টেম্বর অ্যাবারডিনশায়ারে নিবন্ধিত হয়েছে।  

মৃত্যুর নথি অনুযায়ী, ৯৬ বছর বয়সী রানি ৮ সেপ্টেম্বর বিকেল ৩টা ১০ মিনিটে বালমোরাল ক্যাসেলে মারা যান। প্রিন্সেস অ্যান তার মায়ের মৃত্যু নিবন্ধন করেছিলেন।

নথিটিতে ডগলাস জেমস অ্যালান গ্লাসকে সত্যায়নকারী চিকিৎসাকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। । তিনি বার্ধক্যকে মৃত্যুর একমাত্র কারণ হিসেবে তালিকাভুক্ত করেছেন। জেমস স্কটল্যান্ডে রানির ডাক্তার ছিলেন।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, রানি বিকেল ৩টায় মারা গেলেও বাকিংহাম প্যালেস সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রানির মৃত্যুর খবর ঘোষণা করে।

সেদিন দুপুরে রানির স্বাস্থ্য পরীক্ষার পর তার চিকিৎসকরা উদ্বেগ জানান। তারা রানিকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছিলেন।

রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে বসেন এবং পরের সাত দশকে বিশাল সামাজিক পরিবর্তনের সাক্ষী হন।

সূত্র : দ্য গার্ডিয়ান।

Mahfuzur Rahman

Publisher & Editor