রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, দোনবাসের লাইমান শহর থেকে সেনাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা।
লাইমানে অবস্থিত রুশ সেনাদের যেন ইউক্রেনের সেনারা 'ঘিরে ফেলতে না' পারে সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়৷
এ ব্যাপারে রুশ মন্ত্রণালয় বলেছে, অবরুদ্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে, মিত্র সেনাদের ক্রাসনি লাইমান থেকে সরিয়ে আরও ভালো অবস্থানের দিকে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে গত কয়েকদিন ধরে লাইমান শহরটির দিকে এগিয়ে যাচ্ছিল ইউক্রেনের সেনারা৷ তখন থেকেই আশঙ্কা করা হচ্ছিল রুশ সেনাদের হাত থেকে শহরটি হাতছাড়া হয়ে যাবে।
সূত্র: আল জাজিরা
Publisher & Editor