বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

নাইজেরিয়ায় গির্জায় হামলা, নিহত অন্তত ৫০

প্রকাশিত: ১৮:০৩, ০৭ জুন ২০২২ | ৩২৮

নাইজেরিয়ার অনদো প্রদেশের একটি গির্জায় প্রার্থনার সময় হামলা চালিয়েছে বন্দুকধারীরা। রবিবারের এই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। ওয়ো শহরের এক হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ফেডারেল মেডিক্যাল সেন্টার (এফএমসি) এবং সেন্ট লুইস ক্যাথোলিক হাসপাতালে যত মরদেহ পাঠানো হয়েছে তার সংখ্যা ৫০ জনের কম হবে না। প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি হামলার নিন্দা জানিয়েছেন।

তিনি একে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়েছেন। হামলাকারীদের পরিচয় এবং উদ্দেশ্য এখনো জানা যায়নি। বন্দুকধারীরা প্রার্থনাকারীদের ওপর গুলি চালিয়েছে এবং বিস্ফোরণ ঘটিয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। অনদো প্রদেশ পুলিশের মুখপাত্র ফুনমিয়ালো ইবুকুন ওদুনলামি জানান, ওয়ো শহরের সেন্ট ফ্রান্সিস ক্যাথোলিক গির্জায় ঘটনাটি ঘটেছে। অনদো প্রদেশের গভর্নর আনকুনরিন ওলুওয়ারোতিমি আকেরেদুলু এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা এই আততায়ীদের খুঁজে বের করতে এবং তাদের এর মূল্য চুকাতে বাধ্য করবো। এজ্য সম্ভাব্য সব উপায়ে চেষ্টা চালাতে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

সূত্র: রয়টার্স, সিএনএন।

Mahfuzur Rahman

Publisher & Editor