রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

প্রকাশিত: ১৮:২৯, ০৭ জুন ২০২২ | ১৩৪

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে বলেছেন, আমি একজন ব্যর্থ প্রেসিডেন্ট হিসেবে চলে যেতে পারি না। তবে আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো না। গতকাল সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাজধানী কলম্বোতে তার সরকারি বাসভবনে এক সাক্ষাৎকারে বলেছেন, আমি পাঁচ বছরের ম্যান্ডেট পেয়েছি। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও তার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এ বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ভারত ও চীনসহ বিভিন্ন দেশ থেকে প্রায় চার বিলিয়ন ডলার ঋণ সহায়তার আশা করছেন। রাজাপক্ষে বলেছেন, জাতির সেবায় আগের সফল কর্মকাণ্ডের প্রতিলিপি তিনি দেখতে চান। তিনি একসময় নগর উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধান করতেন। ২০০৯ সালে ৩০ বছরের গৃহযুদ্ধের পর শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের অধীনে প্রতিরক্ষা সচিবও ছিলেন।

সূত্র: ডেইলি মিরর

Mahfuzur Rahman

Publisher & Editor