চীনের তাংসান শহরের একটি রেস্টুরেন্টে নারীর ওপর একদল পুরুষের নৃশংস হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ব্যাপক সমালোচনার পর অভিযুক্তদের মধ্যে নয়জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনা চীনে লিঙ্গ সহিংসতা সম্পর্কে পুনরায় বিতর্কের জন্ম দিয়েছে। বিবিসি জানিয়েছে, রেস্টুরেন্টে একজন নারীর পিঠে হাত দেয় এক পুরুষ। এরপর হাতটি দ্রুত সরিয়ে দেন ওই নারী।
কথা কাটাকাটির একপর্যায়ে ওই নারীর গায়ে হাত তোলে অভিযুক্ত ব্যক্তি। তার সঙ্গীসাথীরাও এতে যোগ দেয়। মেঝেতে ফেলে পেটানো ছাড়াও বাইরে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে লাঞ্ছিত করা হয় তাকে। এমনকি ওই নারীর সঙ্গে খেতে বসা নারীদেরও মারধর করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আরো দুজন হালকা আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাংসান পুলিশ জানিয়েছে, সহিংস হামলা চালানো এবং সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে সন্দেহভাজন নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সম্প্রচার মাধ্যমগুলোতেও দেখানো হয়েছে। এ নিয়ে বিস্তর আলাপ চলছে চীনের বিভিন্ন স্থানে। চীনের রাষ্ট্রায়ত্ত্ব টেলিভিশনে বলা হয়েছে, অভিযুক্তরা এর আগেও সাজা ভোগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় একজন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, এসব কিছু আমার সঙ্গেও ঘটতে পারতো। যে কারো সঙ্গেই এমনটি হওয়ার শঙ্কা আছে। আরেকজন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ২০২২ সালে এসে এ ধরনের ঘটনা এখনো কিভাবে ঘটছে? দয়া করে এই অপরাধীদের সাজা দিন। কেউ যেন রেহাই না পায়।
সূত্র: বিবিসি।
Publisher & Editor