শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বিশ্বকাপ জিতে বাংলাদেশের উদ্দেশ্যে যা বলল আর্জেন্টিনা

প্রকাশিত: ০০:২৮, ২০ ডিসেম্বর ২০২২ | ৪৩৯

বিশ্বকাপ জিতেও বাংলাদেশের সমর্থকদের ভুলেনি আর্জেন্টিনা। টুইটারে এক ভিডিওবার্তায় বাংলাদেশকে স্মরণ করেন বতর্মান বিশ্বচ্যাম্পিয়নরা। সেই সঙ্গে নিরঙ্কুশ সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে তারা।

হাজার হাজার মাইলের দূরত্ব ছাপিয়ে বাংলাদেশের মানুষের ভালোবাসা বেশ ভালোভাবেই অনুধাবন করেছেন আলবিসেলেস্তারা। মেসি ও তার দলের প্রতি বাংলাদেশি সমর্কদের ভালোবাসা হৃদয় কেড়েছে আর্জেন্টিনাইনদের। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় বাংলাদেশকে নিয়ে তাদের উল্লাস, উচ্ছ্বাস, উদ্দীপনা।

বাংলাদেশের পতাকা হাতেও দেখা গেছে তাদের। চ্যাম্পিয়ন হওয়ার পরও আর্জেন্টিনার রাস্তাতেও দেখা গেছে লাল-সবুজের পতাকা। আর এর আগে তো বাংলাদেশ ক্রিকেট দলকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিল আর্জেন্টিনা থেকেও। তা ছাড়া কোচ স্কালোনির মুখেও শোনা গেছে বাংলাদেশের নাম।

রোববার শিরোপা জয়ের পর আবারও আর্জেন্টিনা ফুটবল দলের টুইটারে বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়। যেখানে বলা হয়, ‘ধন্যবাদ বাংলাদেশ। ধন্যবাদ কেরালা, ভারত ও পাকিস্তান। আপনাদের সমর্থন দুর্দান্ত ছিল।’ সঙ্গে বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস ও আনন্দের একটি ভিডিও শেয়ার করা হয় ফুটবল দলের টুইটারে।

Mahfuzur Rahman

Publisher & Editor