শীত উৎসব ও উদযাপনের ঋতু
আমাদের প্রকৃতিতে শীত ক্ষণস্থায়ী হলেও শীতের আবেদন গভীর এবং হৃদয়স্পর্শী। শীতকে উদযাপনের যাবতীয় আয়োজন ও প্রস্তুতি রীতিমতো উৎসবমুখর। আবহমানকাল ধরে এই জনপদে শীতসঙ্গ ভিন্ন এক আখ্যান রচনা করে চলেছে। উত্তর জনপদে প্রান্তিক মানুষের জীবনে যা কখনো কখনো দুর্বিষহ হয়ে ওঠে।…